প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা ও গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালায় ‘ডেঙ্গু সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট (সোমবার) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে অবস্থিত বাবুডাইং আলোর পাঠশালায় শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এদিকে গত ১৪ আগস্ট কর্মশালার আয়োজন করে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অবস্থিত গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালা। কর্মশালা শেষে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ের চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
বাবুডাইং আলোর পাঠশালার কর্মশালায় ডেঙ্গু জ্বর কী, কোন মশা থেকে এ রোগ ছড়ায়, ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, উপসর্গ, প্রতিকার, করণীয়, প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালায় অনুষ্ঠিত কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধান শিক্ষক রাজিত চন্দ্র দাস। কর্মশালার উন্মুক্ত পর্বে ডেঙ্গু জ্বর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন দুই পাঠশালার শিক্ষার্থীরা।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমানে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১০ আগস্ট প্রথম আলো অনলাইনে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ বছরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজার ৭৬৭ জন। এটি একটি গুরুতর সমস্যা। যদি পরিবারের কোন সদস্যের মধ্যে ডেঙ্গুর উপসর্গগুলো দেখা দেয় তবে দেরি না করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। নিয়মনীতি মেনে চলতে হবে। সকলকে মশার প্রজননক্ষেত্রগুলো ধ্বংস করতে হবে। ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমাতে হবে। সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। রাজশাহীতে ২ টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ, টেকনাফ ও বান্দরবানে ১টি করে মোট সাতটি স্কুলে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।