বাবুডাইং আলোর পাঠশালায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত অত্র বিদ্যালয়ের মিলনায়তনে দুপুর সাড়ে ১২টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা এর নানা রকম ঐতিহাসিক দিকগুলি তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা নানা রকম প্রশ্ন করে জানতে চেষ্টা করে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে।
দিবসটির তাৎপর্য উল্লেখ করে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। দিবসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অত্র বিদ্যালয়ের সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষক লুইশ মুর্মু, ট্রেম হাঁসদা, বিমল হাঁসদাক্, কোল শিক্ষক নির্মল কোল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ। বক্তারা বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি ছিল প্রথম সশস্ত্র গণসংগ্রাম। ইংরেজ আমলে স্থানীয় জমিদার, মহাজন ও ইংরেজদের রাজস্ব ও কৃষি নীতির বিরুদ্ধে সাঁওতালরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে। এ সশস্ত্র সংগ্রাম ও সংগ্রামীদের আত্মত্যাগ পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয় স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। জুগিয়েছিল সাহস ও উদ্দীপনা। তাই সাঁওতাল বিদ্রোহ মুক্তিকামী মানুষের কাছে আজও এক অনুপ্রেরণার উৎস হয়ে আছে।