দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষকদের নতুন পাঠ্যক্রমে প্রশিক্ষণ অনুষ্ঠিত

গত ৮ ও ৯ ডিসেম্বর দুই দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম টেকনাফ প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

নতুন পাঠ্যক্রমে প্রশিক্ষণ পেলেন দমদমিয়া আলোর পাঠশালার পাঁচ জন শিক্ষক। গত ৮ ও ৯ ডিসেম্বর দুই দিনব্যাপি এই প্রশিক্ষণ কার্যক্রম টেকনাফ প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবু গৌর চন্দ্র দে ও টেকনাফ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মিজানুর রহমান।

প্রশিক্ষণে অংশ নিয়ে শিক্ষকবৃন্দ বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন। এছাড়া নতুন পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়ণ সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে দমদমিয়া আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজেশ কুমার কানুর হাতে প্রশিক্ষণ গাইড তুলে দেওয়া হয়।

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় দমদমিয়া আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।