ফাস্ট বোলিং আলরাউন্ডার হওয়ার স্বপ্ন দেখেন হাবিবুর রহমান

প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থী হাবিবুর রহমান।

প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থী হাবিবুর রহমান স্বপ্ন দেখেন ক্রিকেটার হবেন। তাই পড়ালেখার পাশাপাশি নিয়মিত অনুশীলন করছে ক্রিকেট। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত স্কুলটিতে সহপাঠ্যক্রমিক কার্যক্রম -এর মধ্যে খেলাধুলোকে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে কেউ বেছে নেন ফুটবল, কেউ ক্রিকেট। পাশাপাশি পাঠশালাটিতে বিতর্ক,আবৃত্তি, গান চার্চার ব্যবস্থা  রয়েছে।

ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশের প্রায় সব কিশোর–কিশোরী দেশ–বিদেশের ক্রিকেটের  খোঁজ-খবর রাখেন। হাবিবুর রহমানও  এর ব্যতিক্রম নয়। কুড়িগ্রাম জেলার ঘোগাদহ ইউনিয়নের  প্রত্যন্ত গ্রামে চর রাউলিয়ায় তার বসবাস। প্রথম আলো চর আলোর পাঠশালার সপ্তম শ্রেণীতে অধ্যায়ন করছে সে। ভবিষ্যতে  বোলিং অলরাউন্ডার  হওয়ার স্বপ্ন দেখা হাবিবুর রহমান বলে, ‘বাংলাদেশের ক্রিকেটে একজন বিশ্বমানের ফাস্ট বোলিং অলরাউন্ডারের অভাব রয়েছে। বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই অবদান রাখতে পারে এমন একজন ক্রিকেটার প্রতিটি দলের জন্য খুবই প্রয়োজন। বিশ্বের প্রায় প্রতিটি  দলেই একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার রয়েছে।  এরা প্রত্যেকেই দলের জয়ে অনেক ভূমিকা রাখেন। আমি ফাস্ট বোলিং অলরাউন্ডার হওয়ার স্বপ্ন দেখি।’

 প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘হাবিব পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোবাসে। তার বোলিং স্টাইল অনেক ভালো। ব্যাটিংটাও ভালো পারে।  সঠিক পরিচর্যা করতে পারলে হাবীব ভবিষ্যতে একজন ভালো ক্রিকেটার হবে বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি করে সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।