দুপুর ১২টায় আলোচনায় সভায় বঙ্গবন্ধুর ত্যাগ নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের সভাপতি মো. মাসুদ রানা। তিনি বলেন, ‘শিশুদের প্রতি বঙ্গবন্ধুর মমতা ছিল অপরিসীম। তিনি বিশ্বাস করতেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।’
বক্তব্য দেন রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন কীভাবে শতবাধা বিপত্তি পেরিয়ে লক্ষ্যে পৌঁছানো যায়। মুক্তিযুদ্ধের চেতনকে ধারণ করে আমরা পথ চলতে চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ রাজশাহী বন্ধুসভার উপদেষ্টা মো. ফারুক হোসেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের সভাপতি মাসুদ রানা ও শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, সামিট গ্রুপের সহায়তায় রাজশাহী আলোর পাঠশালাসহ দেশজুড়ে ছয়টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।