বার্ষিক মূল্যায়নের ফল প্রকাশ ও পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান
দমদমিয়া আলোর পাঠশালার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৪ এর ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ডিসেম্বর সকাল ১০ টায় প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে দুই পর্বে মূল অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নুরুল কবির, সহকারী শিক্ষক মো. জোনায়েদ, রবিউল আলম, সৈয়দ নুর, আমান উল্লাহ ও স্থানীয় অভিভাবকবৃন্দ।
প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। প্রতিটি শ্রেণির শ্রেণি শিক্ষক ফলাফল ঘোষণা করেন। প্রাক-প্রাথমিক শ্রেণিতে মোট পূর্ণমান ১০০ এর মধ্যে আকিবুল হাসান ৯১ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে, ৮৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সিদরাতুল মাহিয়া, ৮৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে রিপা। প্রথম শ্রেণিতে মোট পূর্ণমান ১৫০ এর মধ্যে ১৪৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে ইমরুল কায়সার, ১৪৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে নুর সামিয়া, ১৪১ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে রিয়ান। দ্বিতীয় শ্রেণিতে মোট পূর্ণমান ১৫০ এর মধ্যে ১৩১ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে মো. ছিদ্দিক, ১২৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে আল আমিন, ১২৪ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে রিজুয়ান। তৃতীয় শ্রেণিতে মোট পূর্ণমান ৬০০ এর মধ্যে ৪১১ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে তাওজিয়া জান্নাত ওয়ারিয়া, ৩২৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে তাসফিয়া জান্নাত, ৩০১ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে উজ্জ্বল রহমান।
এ দিকে চতুর্থ শ্রেণিতে মোট পূর্ণমান ৬০০ এর মধ্যে ৪১৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে হাবিবা আক্তার, ৪০৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে ছানা উল্লাহ, ৩৯৮ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে সাকিব হোসেন সাইমন। পঞ্চম শ্রেণিতে মোট পূর্ণমান ৬০০ এর মধ্যে ৪৮৪ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে সামিয়া মাহমুদ ওয়াসফিয়া, ৪৪৪ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে তাসমিন আক্তার, ৪৩৭ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে সাইফুল ইসলাম। ফলাফল ঘোষণা শেষে সকল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
দ্বিতীয় পর্বে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নুরুল কবির। এ সময় তিনি বলেন, ‘তোমরা এখন থেকে মাধ্যমিক বিদ্যালয়ে পড়বে। তোমরা যেখানেই পড়াশোনা কর সেখানে দমদমিয়া আলোর পাঠশালার সম্মান অক্ষুণ্ন রাখবে।’
সকল সহকারী শিক্ষকবৃন্দ তাদের আবেগঘন বক্তব্য রাখেন। তারা সকলে বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের জন্য মঙ্গল কামনা করেন। সকল বিদায়ী শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। সব শেষে সমাপনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু। এ সময় তিনি বলেন, ‘তোমরা যে প্রতিষ্ঠানে পড়বে সেখানে তোমরা দমদমিয়া আলোর পাঠশালার প্রতিনিধিত্ব করবে। তোমরা এখানে যেমন সফলতার স্বাক্ষর রেখেছ, তেমনি করে জীবনের প্রতিটি অধ্যায়ে সেই ধারা বজায় থাকুক। তোমরা ভবিষ্যতে একজন ভালো মানুষের পাশাপাশি একজন ভালো শিক্ষার্থী হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে।’ পাঠশালার প্রধান শিক্ষকের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।