দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বই পেয়েছে। আজ ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এ ছাড়া নতুন বছরে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। আজ বুধবার দমদমিয়া আলোর পাঠশালা প্রাঙ্গণে বই বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত পাঠশালাটি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অবস্থিত।
বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাক–প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বইয়ের কিছুটা সংকট থাকায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বই প্রদান করা হয়নি। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠশালা পরিচালনা পর্ষদের সভাপতি নুরু কবির, দাতা সদস্য মোহাম্মদ ইউনুস, প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু, সহকারী শিক্ষক জোনায়েদ, সৈয়দ নুর, রবিউল আলম ও আমান উল্লাহ।
এদিকে নবীন বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে ভর্তি হওয়া ১৭ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। তাদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। রাজশাহীতে ২ টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ, টেকনাফ ও বান্দরবানে ১টি করে মোট সাতটি স্কুলে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।