বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘বইয়ের জন্য অনুদান’ আইকন

বিকাশ ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় বই বিতরণ কর্মসূচির আওতায় গত ১০ ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন সামসুদ্দিন হায়দার।

বিকাশ অ্যাপের সাজেশন বক্স– ‘বইয়ের জন্য অনুদান’ আইকন থেকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘প্রথম আলো ট্রাস্ট’ ফান্ডে অনুদান দিতে পারবেন গ্রাহকেরা।

অমর একুশে বই মেলায় বই সংগ্রহের পাশাপাশি অ্যাপ থেকেও বই অনুদানের উদ্যোগ নিয়েছে বিকাশ। গ্রাহকদের দেওয়া অনুদানের অর্থে বই কিনে প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে বিতরণ করা হবে।

এই অ্যাপ থেকে বই এর জন্য অনুদান দেওয়া খুব সহজ। অ্যাপে লগইন করে ‘অন্যান্য সেবা’ থেকে ‘ডোনেশন’ বাটনে ক্লিক করতে হবে। অথবা সাজেশন বক্স থেকেও সরাসরি ‘বইয়ের জন্য অনুদান’ আইকনে ক্লিক করে অনুদানের অ্যামাউন্ট ও রেফারেন্স দিয়ে ‘কনফার্ম পেমেন্টে’ ক্লিক করে প্রয়োজনীয় পিন দিয়ে বইয়ের জন্য অনুদান প্রদান করা যাবে। ফান্ডে জমা হওয়া অর্থ দিয়ে মেলা শেষে বই কিনে সারাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ও পাঠাগারে বিতরণ করা হবে। প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় বই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বিকাশ ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত ২৭ ফেব্রুয়ারি ১৫১ জন শিক্ষার্থীর হাতে অনুদানের বই তুলে দেওয়া হয়।

 উল্লেখ্য, গত তিন বছরে এই উদ্যোগের মাধ্যমে ৭২ হাজার ৫০০টি বই বিতরণ করেছে বিকাশ ও প্রথম আলো ট্রাস্ট। মেলা প্রাঙ্গণের বুথে এসে নতুন পুরাতন সব ধরনের বই দিতে পারবেন আগ্রহীরা। আর যারা ঢাকার বাইরে আছেন, তারাও নিজ নিজ এলাকার বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে বই প্রদান করতে পারবেন।