কচ্ছপতলী আলোর পাঠশালায় বৃক্ষরোপণ উৎসব

উৎসবের আবহে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কচ্ছপতলী আলোর পাঠশালায়।

'গাছ লাগান, পরিবেশ বাঁচান' - এই মন্ত্রে স্থানীয় বিপন্ন প্রজাতির বৃক্ষ রোপণের উদ্দেশ্যে USAID'র অর্থায়নে ইউনাইটেড স্টেইটস্ ফরেস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল থেকে আগত প্রতিনিধিদের পরিচালনা ও গাইডলাইনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমোদনে গত ৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ, সোমবার কচ্ছপতলী নিন্ম মাধ্যমিক আলোর পাঠশালায় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীদের মাঝে জীব বৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা সৃষ্টি বিষয়ক ক্যাম্পেইন ও বিদ্যালয় প্রাঙ্গণে দেশীয় প্রজাতির চারা রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

কচ্ছপতলী আলোর পাঠশালা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দুটো সেশনে অনুষ্ঠানটির প্রথম অংশে আগত প্রতিনিধি দল শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর নিয়ম, যত্নবান হওয়ার প্রক্রিয়া ও পরিচর্যার প্রতি গুরুত্বারোপ করেন। একই সাথে গাছ লাগিয়ে প্রকৃতিকে বাঁচাতে এগিয়ে আসতে বলেন। বলেন। স্কুলের শিক্ষকবৃন্দ বিপন্ন প্রজাতির গাছ লাগানোর প্রয়োজনীয়তা ও প্রকৃতিকে ভালবাসার প্রতি শিক্ষার্থীদের আহবান জানান।

অনুষ্ঠানে আগত প্রতিনিধি দল, অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থী  ও শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম সেশনের সমাপ্তি হয়। দ্বিতীয় সেশনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ ও খুঁটি স্থাপন করা হয়। বিদ্যালয়ে রোপিত চারার সংখ্যা ৭৩টি। প্রজাতির সংখ্যা ১৭টি এবং প্রজাতিসমূহ হল: অর্জুন,আমলকি,বহেরা, বৈলাম,বুদ্ধ নারিকেল,  ছাতিয়ান, চিকরাশি,দেশি নিম,জলপাই,কদম,কইন্যারি, মহূয়া, পেয়ারা,পলাশ, সোনালু, কৃষ্ণচূড়া এবং গর্জন।