প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোয়াংছড়ি উপজেলা সদরে ফুটবল প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। উক্ত ম্যাচে অংশগ্রহণ করে কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালা ও বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। দুই স্কুলের বালক ও বালিকা দল আলাদা করে খেলায় অংশগ্রহণ করেছে। প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের এসি ল্যান্ড, রোয়াংছড়ি থানার ইনচার্জ, ইউনিয়ন চেয়ারম্যান ও ২টি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।
নির্ধারিত ৬০ মিনিটের খেলায় কোনো দলই গোল দিতে পারেনি। মেয়েদের গোলশূন্য ড্র-য়ে টাই বেকারে পৌঁছায় খেলা। টাইব্রেকারে বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা দল ৪-৫ গোলে জয়লাভ করে। কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালার রানারআপ হয়। একই ঘটনা ঘটেছে বালক দলের খেলায়ও। ছেলেদের দল টাইব্রেকারে বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বালক দল ২-৫ গোলে জয়লাভ করে। কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালার রানারআপ হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ আমন্ত্রিতরা উপভোগ করেন। দুই দলের খেলাই খুব সুন্দর হয়েছে এবং উৎসবমুখর ছিল। খেলার শেষে প্রধান অতিথি মহোদয় বিজয়দের মাঝে পুরস্কার প্রদান করেন। বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলের হাতে রানারআপ ট্রফি তুলে দেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার। খেলা অংশগ্রহণকারী সকলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।