বার্ষিক শিক্ষা সফর আয়োজন করল প্রথম আলো চর আলোর পাঠশালা

বার্ষিক শিক্ষা সফরে ভিন্ন জগৎ অ্যামিউজম্যান্ট পার্কের সামনে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রথম আলো চর আলোর পাঠশালা শিক্ষক শিক্ষার্থীসহ প্রতি বছর শিক্ষা সফর করে আসছে। সেই ধারাবাহিকতায় এ বছর ২১ মার্চ ২০২৩ শিক্ষা সফরের আয়োজন করে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে স্কুলের বিভিন্ন শ্রেণির ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবারের ভেন্যু ছিল রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ভিন্ন জগৎ অ্যামিউজম্যান্ট পার্ক।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদের সঙ্গে আলো চর আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা সকাল সাতটায় দুধকুমার নদ পাড়ি দিয়ে শিক্ষা সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঘোগাদহ বাজারে এসে তারা বাসে উঠে। ভ্রমণের প্রথম পর্যায়ে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যায়। সেখানে কিছু সময়ের জন্য শিক্ষার্থীদের মাঝে সঙ্গ দেন অত্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। তিনি একাধিকবার আলোর পাঠশালা পরিদর্শন করেছিলেন। তিনি একজন নদী গবেষক। এ ছাড়া গাছ ও পাখি নিয়ে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি প্রায় চার শত প্রজাতির সাঁইত্রিশ হাজার গাছ রোপণ করেন। ডক্টর তুহিন ওয়াদুদ শিক্ষার্থীদের বিভিন্ন অনুষদ এবং হলগুলো ঘুরে দেখান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন, প্রশাসনিক ভবন এবং ভেতরের বিভিন্ন রাস্তা সম্পর্কে অবগত করান। তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দেন। তিনি বলেন, তোমরাও অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।

বার্ষিক শিক্ষা সফরে ভিন্ন জগৎ অ্যামিউজম্যান্ট পার্কে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা।

এরপর সেখান থেকে বাস যাত্রা শুরু করে ভিন্ন জগতের দিকে। পৌঁছানোর পর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে। ভূতের বাড়ি, সৌরজগৎ, আজব গুহা, চিড়িয়াখানাসহ অনেক দর্শনীয় স্থান পরিদর্শন করে। পরিদর্শন শেষে সবাই এক সাথে খাবার খায়। খাবার শেষে বিশ্রামের পর সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি করে।

শিক্ষা সফরে আগত শিক্ষার্থীরা জানায়, ‘আজকের এই সফর আমাদের ভালো লেগেছে। আমরা অনেক কিছু দেখেছি, শিখেছি এবং মজা করেছি। আমরা প্রতি বছর নতুন নতুন ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে চাই এবং জানতে চাই।