বান্দরবানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত বুধবার দিনব্যাপী গণিত মেলা অনুষ্ঠিত হয়েছে। কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালার শিক্ষার্থীরা এবারে প্রথম কোনো গণিত মেলায় অংশগ্রহণ করেছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের শিক্ষা কার্যক্রম এই মেলার আয়োজন করেছে। মেলার মূল প্রতিপাদ্য ছিল ‘গণিতের ভয়, আমরা করব জয়’।
সকাল থেকে জেলার বিভিন্ন বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গণ জেলা শহরের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ে জড়ো হতে থাকেন। সকাল ১০টায় গণিত মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক মোফাখখারুল ইসলাম, জেন্ডার রেসপন্সিভ অ্যাডুকেইশন অ্যান্ড স্কিল প্রোগ্রামের সমন্বয়কারী আতাউর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালার শিক্ষার্থীরাসহ বিভিন্ন বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গণিত সমস্যা সমাধানের বিভিন্ন প্রকল্প নিয়ে আসে। কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালা থেকে অংশগ্রহণকারী ছয়জন শিক্ষার্থী তিনটি প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। প্রকল্পগুলো হচ্ছে সহজে পুকুরের পরিমাপ, সংখ্যা গণনা যন্ত্র অ্যাবাকাস ও ত্রিভুজের সমাধান।
কচ্ছপতলীর নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাত ত্রিপুরা বলেন, এবারে প্রথম জেলা পর্যায়ের কোনো কর্মসূচিতে কচ্ছপতলী বিদ্যালয় অংশগ্রহণ করেছে। চলতি বছরের মে মাস থেকে প্রথম আলো ট্রাস্টের পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এটি সম্ভব হয়েছে। যদিও বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবারে পুরস্কার না পেলেও গণিত মেলায় অংশগ্রহণে শিক্ষার্থীরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে।
ব্র্যাক বান্দরবান জেলা কার্যালয়ের সমন্বয়ক মো. আরিফুল ইসলাম জানিয়েছেন দিনব্যাপী আয়োজিত গণিত মেলায় জেলার রুমা, রোয়াংছড়ি, থানচিসহ ১৯টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেলায় শিক্ষার্থীদের প্রকল্প উপস্থাপন ছাড়াও অভিজ্ঞ শিক্ষকেরা গণিতের বিভিন্ন কলাকৌশল তুলে ধরেছেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিকেলে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে আঞ্জুমান অ্যান্ড আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ‘কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালা’ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।