বাল্যবিবাহ, মাদকদ্রব্য প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক কর্মশালা
কোল ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায় এ কর্মশালার আয়োজন করে এনএজিআর (ন্যাশনাল এজেন্সি ফর গ্রীন রেভল্যুশন) নামে একটি বেসরকারি সংস্থা। এতে বাঙালি শিক্ষার্থীরাও অংশ নেয়।
গ্রাম্য মোড়ল চানু হাঁসদার সভাপতিত্বে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুর রব, কোল নারী নেত্রী রুমালী হাঁসদা, আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক লুইশ মুর্মু, সহকারী শিক্ষক নির্মল কোল, কলেজ ছাত্রী পার্বতি হাঁসদা, স্কুলছাত্রী মঞ্জুরি টুডু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম।
বক্তারা বাল্যবিবাহ, মাদকের কুফল ও উত্তরণের উপায়, কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে অন্তরায়সমূহ তুলে ধরেন। এ সময় তাঁরা বলেন, মাদকদ্রব্য ও বাল্যবিবাহের কুপ্রভাব এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। পরিবারে ও সমাজে নানা নেতিবাচক ঘটনা ঘটছে। ঘটছে অকাল মৃত্যুর ঘটনাও। বিদ্যালয় থেকে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সম্মিলিতভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।