স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করলো প্রথম আলো চর আলোর পাঠশালা
প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত প্রথম আলো চরের পশ্চিম দিক দিয়ে বেয়ে গেছে একটি বিল। সাম্প্রতিক সময়ে বিলটি পানিতে ভরে যাওয়ায় চরম দুর্ভোগে পরে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। বিলটি পারাপারের জন্য নেই কোন নৌকা বা অন্য কোন ব্যবস্থা। আশপাশের বেশ কয়েকটি চরের লোকজনও বিল দিয়ে চলাচল করে থাকে। এই অবস্থায় প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা বিল পারাপারের জন্য সাঁকো নির্মাণের উদ্যোগ নেয়। প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, পাঠশালার উদ্যোগে ২০১৬ সাল থেকে এই বিলের ওপর কখনো ভেলা কখনো বাঁশের সাঁকো তৈরি করে আমরা মানুষজনের পারাপারের ব্যবস্থা করে দিয়ে আসছি। এ ছাড়া আলোর পাঠশালার পক্ষ থেকে রাস্তা সংস্কার, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণসহ নানা ধরণের সমাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়।
বাংলাদেশের প্রত্যন্ত এলাকা যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।