প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. আনাছ। আমির হামজা ও রেহেনা আক্তার দম্পতির চার সন্তানের মধ্যে আনাছ দ্বিতীয়। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে আনাছ মাছ ধরে পরিবারে কিছুটা জোগান দেয়।
আনাছের দিন শুরু হয় বেশ সকালে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সে তার ছোট জাল নিয়ে বেড়িয়ে পড়ে। নাফ নদীর তীরবর্তী খালগুলোতে ছোট্ট জাল ফেলে চলে মাছ ধরার চেষ্টা। এভাবে এক খাল থেকে অন্য খালে সে মাছ ধরতে থাকে। সকাল আটটা পর্যন্ত সে মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করে বাসায় ফেরে। এরপর সে প্রাত্যহিক কাজ সেরে দ্রুত রেডি হয়ে স্কুলে চলে আসে।
প্রতিদিন সকালেই জীবিকার তাগিদে সে জাল নিয়ে ছুটে চলে এক খাল থেকে অন্য খালে। সেই সঙ্গে সে প্রতিদিন স্কুলে আসে। পড়াশোনাতেও সে বেশ ভালো। আনাছের ইচ্ছে সে অনেক দূর পড়াশোনা করবে। ছোট থেকে নদী ও মাছের সঙ্গে বেড়ে ওঠায় বড় হয়ে ফিশারিজ বিষয়ে পড়তে চায় আনাছ।