দমদমিয়া আলোর পাঠশালায় সহপাঠ্যক্রমিক কার্যক্রম অনুষ্ঠিত
দমদমিয়া আলোর পাঠশালায় সহপাঠ্যক্রমিক কার্যক্রম নিয়মিত অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর ২০২৩, দমদমিয়া আলোর পাঠশালায় আবৃত্তি, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আবৃত্তি কর্মশালা পরিচালনা করেন সহকারী শিক্ষক জনাব সৈয়দ নুর। তিনি বলেন, কর্মশালায় সঠিক উচ্চারণে ছন্দ মেনে কবিতা আবৃত্তি কারার বিষয়ে শিক্ষার্থীদের ধরণা দেওয়া হয়েছে।
চিত্রাঙ্কন বিষয়ক কর্মশালা পরিচালনা করেন সহকারী শিক্ষক জনাব রবিউল আলম এবং প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু। দেশাত্মবোধক গানের কর্মশালা পরিচালনা করেন অতিথি শিক্ষিক তাসনিম আক্তার। বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক জনাব বাবুল ইসলাম।
কর্মশালা শেষে প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ছাত্র–ছাত্রীদের মেধা বিকাশে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের বিকল্প নেই। এসব কার্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকশিত হয়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে গড়ে উঠে।
উল্লেখ্য, দমদমিয়া আলোর পাঠশালাটিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫১ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট দমদমিয়া আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।