গতকাল বৃহস্পতিবার টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে ‘উপজেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) তত্ত্বাবধানে ডব্লিউএফপি’র স্কুল ফিডিং প্রোগ্রাম এর অধীনে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুইজের বিষয় ছিল স্বাস্থ্যবিধি, খাদ্য ও পুষ্টি, পরিবেশ দূষণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু নোমান মো. আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ডব্লিউএফপি’র সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট মোস্তফা আমিন ফয়সাল। আরও উপস্থিত ছিলেন ডব্লিউএফপি’র প্রোগ্রাম ইন্টার্ন আদিবা মোনতাহিন, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট নয়ন চাকমা এবং কোডেক-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. জিয়াউল হক, প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নয়ন চাকমা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।
টেকনাফ উপজেলার মোট ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অনুষ্ঠিত প্রতিযোগিতা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ২১ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বে মোট তিনটি রাউন্ড প্রতিযোগিতা চলে। তিন পর্বের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়। প্রথম স্থান অধিকার করে কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাসুমা হক আরিহা। দ্বিতীয় স্থান অধিকার করে কানজর পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ আহমেদ নামির। তৃতীয় স্থান অধিকার করে দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম। এ ছাড়াও চতুর্থ স্থান অধিকার করে হাড়িয়াখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জুলফিকার আলি এবং পঞ্চম স্থান অধিকার করে দইংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমিত বড়ুয়া।
দমদমিয়া আলোর পাঠশালার বিজয়ী শিক্ষার্থী সাইফুল উপজেলা পর্যায়ে পুরস্কার অর্জন করে ভীষণ উচ্ছ্বসিত ছিল। সে তার অনুভূতি প্রকাশ করে বলে, ‘আমি আমার স্কুলের জন্য সম্মান বয়ে আনতে পেরেছি, এ জন্য আমি ভীষণ খুশি। আমার স্কুলের সকল শিক্ষকের প্রতি আমি কৃতজ্ঞ যাদের সহযোগিতা ও তত্ত্বাবধানে আমি তৃতীয় স্থান অধিকার করেছি।’
প্রতিযোগিতা শেষে বিজয়ী পাঁচজনকে পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য প্রতি বছর অক্টোবর/নভেম্বর মাসে ডব্লিউএফপি’র অর্থায়নে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি আবু নোমান মো. আবদুল্লাহ সমাপনী বক্তব্য দেন। এ সময় তিনি বিজয়ী পাঁচজন শিক্ষার্থীকে অভিনন্দন জানান। সেই সঙ্গে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আগামীর ভালো ফলাফলের জন্য আশাবাদ ব্যক্ত করেন।