বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করলেন স্পেনের পর্যটক দল

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করেছেন স্পেনের এক দল পর্যটক।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করেছেন স্পেনের এক দল পর্যটক । আজ মঙ্গলবার দুপুরে স্পেনের পর্যটক দলের আট সদস্য বিদ্যালয়টি ঘুরে দেখেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন। পর্যটক দলটি বিদ্যালয়ে অধ্যায়নরত কোল ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানুষের জীবন সংগ্রাম  সম্পর্কে অবহিত হন। কোল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা এসময়  ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করে। বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর  পর্যটকদের বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারনা দেন। স্প্যানিশ নাগরিক মার্সে’র নেতৃত্বে পর্যটক দলটির সদস্যরা হলেন– আন্না, এক্সাভিয়ার, পল, আন্না, পাউ, কারলা ও ইউ। ইকো অ্যাডভেঞ্চার নামে একটি সংগঠনের ব্যবস্থাপনায় পর্যটক দলটি বাংলাদেশ ভ্রমণ করছে।

উল্লেখ্য, সামিট গ্রুপের সহায়তায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং আলোর পাঠশালাসহ দেশজুড়ে ছয়টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।