রাজশাহী আলোর পাঠশালায় নজরুল জয়ন্তী উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী পালন করেছে রাজশাহী আলোর পাঠশালা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু কবিতা, গান, গল্প ও নাটকের মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি সাম্যবাদী আদর্শে জীবন গড়ার কথা বলেছেন। এতে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। গড়ে তুলতে হবে ঐক্য ও সাম্যের এক কাঙ্ক্ষিত সমাজ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী গত ২৫ মে পালন করেছে রাজশাহী আলোর পাঠশালা। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে তারা। ওই অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে রাজশাহী প্রথম আলো বন্ধুসভা ও রাজশাহী আলোর পাঠশালা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম  মুহম্মদ আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন।  এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক ফারুখ হোসেন, আলোর পাঠশালার সকল শিক্ষক–শিক্ষার্থী এবং রাজশাহী বন্ধুসভার বন্ধুরা।

নজরুল জয়ন্তী উপলক্ষে রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীরা চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রধান অতিথির বক্তৃতায় আবুল কালাম মুহম্মদ আজাদ বলেন, কাজী নজরুল ইসলাম মানুষে মানুষে সাম্যের কথা বলেছেন। বর্তমান প্রেক্ষাপটে নজরুলের সাহিত্যচর্চা বাড়ানো অত্যন্ত জরুরি।

নজরুল জয়ন্তী উপলক্ষে শিক্ষার্থীরা চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা সমবেত কন্ঠে নজরুল সঙ্গীত পরিবেশন করেন।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি করে সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।