দমদমিয়া আলোর পাঠশালায় ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন

দমদমিয়া আলোর পাঠশালাশ একতলা ভবনের ওপর শ্রেণিকক্ষ নির্মাণ কাজ শুরু হয়েছে।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দমদমিয়া আলোর পাঠশালার একতলা ভবনের ওপর শ্রেণিকক্ষ নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল ২৪ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বেলা ২ টায় দমদমিয়া বায়তুল জান্নাহ জামে মসজিদের ইমাম আহমেদ রহমান দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন। এরপর জমিদাতা সৈয়দুল আমিন স্তম্ভ ঢালাই এর শুভ উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু, জমিদাতা সৈয়দুল আমিন, দাতা সদস্য মো. ইউনুস, সাবেক সহ-সভাপতি সাংবাদিক আমান উল্লাহ কবির, পরিচালনা পর্ষদের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দমদমিয়া আলোর পাঠশালার মাধ্যমে বিগত ২০১৯ সাল থেকে এই শিক্ষাবঞ্চিত প্রান্তিক এলাকার কোমলমতি শিশুদের মানসম্মত লেখাপড়ার সুযোগ করে দেন প্রথম আলো ট্রাস্ট। বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৩৫ জন শিক্ষার্থী বিনা বেতনে লেখাপড়ার সুযোগ পাচ্ছে৷