কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালায় দেয়াল পত্রিকা প্রকাশ
কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালায় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। গত ২২ অক্টোবর পাঠশালার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে দেয়াল পত্রিকাটি প্রকাশিত হয়। পাঠশালার সহকারী শিক্ষক অংথোয়াইচিং মারমা পত্রিকা প্রকাশে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। দেয়াল পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা।
শিক্ষার্থীরা মনের আনন্দে নিজেদের গল্প, কবিতা ও ভাবনার কথা বর্ণিল উপস্থাপনায় দেয়াল পত্রিকায় তুলে ধরেন। মূলত শিল্প ভাবনা বিনিময়, বুদ্ধিবৃত্তিক চর্চা ও মনোবিকাশের মাধ্যম মনে করা হয়ে থাকে দেয়াল পত্রিকাকে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।