গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় আবৃত্তি উৎসব

সহপাঠ্যক্রমিক কারিকুলামের অংশ হিসেবে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় গতকাল আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়।

নিয়মিত পাঠদানের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কারিকুলামের অংশ হিসেবে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় গতকাল আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর ছিল উৎসবটি।

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার জন্যই এই আয়োজন করা হয়। এ পর্বের আবৃত্তি উৎসবে ষষ্ঠ শ্রেণির কেয়া, দীপা, প্রিয়াঙ্কা, শুভ্রজিৎ, তানভীরুল, হুজাইফা সপ্তম শ্রেণির মুশফিকা ও রোমান অষ্টম শ্রেণির ফাতেমা, নোভা, সাফিয়া নবম শ্রেণির মুরসালিন, নাজিম ও সাখাওয়াত দশম শ্রেণির থেকে জান্নাতুল ফেরদাউস জুঁই অংশগ্রহণ করে।

সহপাঠ্যক্রমিক কারিকুলামের অংশ হিসেবে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় গতকাল আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়।

অংশগ্রহণকারী প্রত্যেকে ভালো করার চেষ্টা করেছে। এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে অনেক উচ্ছ্বাস দেখা গিয়েছে।

আবৃত্তি উৎসব সম্পর্কে নবম শ্রেণির ছাত্র মুরসালিন জানায় ‘যদি নিয়মিত এমন উৎসব হয়, তবে আমরা অনেক নতুন নতুন বিষয় শিখতে পারব। এতে আমাদের জ্ঞানের বিকাশ হবে।’

 ষষ্ঠ শ্রেণির কেয়া খাতুন বলে ‘আবৃত্তি উৎসবে অংশগ্রহণ আমি খুবই খুশি। আমাদের এই উৎসব যেন চলমান থাকে, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারব।’

 উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।