প্রথম আলো চরে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
গতকাল প্রথম আলো চর আলোর পাঠশালা মাঠে সকাল থেকে রাত পর্যন্ত মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো চর যুব সমাজ। সফি খানের সভাপতিত্বে সন্ধ্যায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম ওবায়দুল রহমান, বিশেষ অতিথি ছিলেন লেখক ও কলামিস্ট নাহিদ হাসান নলেজ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক জনাব মো. আতাউর রহমান, চরবাসীর পক্ষে ফজলার রহমান, বন্ধুসভার প্রাক্তন সভাপতি মোখলেস রহমান মুকুল।
আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন সামছুল ইসলাম, মোস্তাফিজার রহমান, আলমগীর প্রধান, ভাওয়াইয়া শিল্পী সফিকুল ইসলাম সফিসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
স্থানীয় বাসিন্দা সহিদুল ইসলাম জানান, প্রতি বছর প্রথম আলো চরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা ও গান উপভোগ করতে আশপাশের অসংখ্য চরের নারী, পুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন।
প্রথম আলো চর ও আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা সফি খান জানান, চরের মানুষের বিনোদন বলতে তেমন কিছু নাই। সারা বছর হাড়ভাঙা পরিশ্রম করে চরবাসী ফসল ফলায়। তাদের একটু আনন্দ দিতে প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার উদ্যোগ গ্রহণ করে চরে যুব সমাজ। এ জন্য তাদের ধন্যবাদ।