মদনপুর আলোর পাঠশালায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে মদনপুর পাঠশালার পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা।

মদনপুর আলোর পাঠশালায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলার দৌলতখান উপজেলার দূর্গম চরে বিদ্যালয়টির অবস্থান। গত ৪ ফেব্রুয়ারি দিনভর চলা এ অনুষ্ঠান বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা অংশ নিয়েছিলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, ব্যাঙ লাফ, বিস্কিট দৌড়, চোখ বেঁধে হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রতিযোগিতা। শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, একক অভিনয় ও সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বীয় প্রতিভার স্বাক্ষর রাখেন। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলার প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্লাহ, ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন জাহান, মদনপুর পাঠশালার প্রধান শিক্ষক আক্তার হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্যদের সহ–সভাপতি ফারুক দৌলতসহ পাঠশালার শিক্ষক ও অভিভাবকেরা।উল্লেখ্য, সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্ট মদনপুর আলোর পাঠশালাসহ দেশজুড়ে ছয়টি স্কুল পরিচালনা করছে।