মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপনে দ্বিতীয় স্থান অর্জন করেছে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা

উপজেলা পর্যায়ে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপনে অংশগ্রহণ করে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা।

গত ২৬ মার্চ প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা মহান স্বাধীনতা দিবস পালন করেছে। এ উপলক্ষে সকাল ৯টায় শিক্ষার্থীরা বিদ্যালয় উপস্থিত হয়। ২৬ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক উপজেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য নিয়ামতপুরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ৯টায় বাকি শিক্ষার্থীদের নিয়ে প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সমাবেশে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং একাত্তরের সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দ্বিতীয় স্থান অর্জনে পুরস্কার গ্রহণ করেছে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপজেলা পর্যায়ে পুলিশ, আনসার, স্কাউট ছাড়াও ২২টি স্কুল অংশগ্রহণ করে। ‘ক’ গ্রুপে প্রাথমিক বিদ্যালয়সমূহ এবং ‘খ’ গ্রুপে মাধ্যমিক বিদ্যালয়সমূহ অংশগ্রহণ করে। গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা মাধ্যমিক বিদ্যালয় হওয়ায় ‘খ’ গ্রুপে প্রতিযোগিতা করে। ‘খ’ গ্রুপে মোট প্রতিযোগী বিদ্যালয়ের সংখ্যা ছিল ১৩ টি। সকাল সাড়ে নয়টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিব, সরকারি বিভিন্ন অধিদপ্তরের অফিসারবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সকাল ৯টা ৫০ মিনিটে অনুষ্ঠিত কুচকাওয়াজে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা দ্বিতীয় স্থান অধিকার করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিব।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দ্বিতীয় স্থান অর্জন করেছে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা।

পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও শিক্ষকগণ বেলা ১১টার মধ্যে বিদ্যালয়ে ফিরে আসে। বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীদের সামনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ।

আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের ঘটনাবলি, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অন্যান্য বিষয়ের ওপর আলোকপাত করেন ৷ আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।