প্রথম আলো চর আলোর পাঠশালায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রথম আলো চর আলোর পাঠশালার উপদেষ্টা ও প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি সফি খানের সঙ্গে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীরা।

প্রথম আলো চর আলোর পাঠশালার ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত বুধবার অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার চৈতারখামার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন, প্রথম আলো চর আলোর পাঠশালার উপদেষ্টা ও প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান, ম্যানেজিং কমিটির সদস্য ফজলার রহমান, প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকবৃন্দ। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

আমন্ত্রিত অতিথি, শিক্ষকবৃন্দের সঙ্গে বিদায়ী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের ও সহকারী শিক্ষক মামুন উর রশিদ। পাঠশালায় অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন নবম শ্রেণির ছাত্রী শারমিন খাতুন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে ফজলুর রহমান বলেন, বিগত ১০ বছর এই স্কুলে পড়াশোনা করেছি। আমরা যাতে পরীক্ষায় ভালো করতে পারি, সে জন্য দোয়া করবেন।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান শিক্ষক আতাউর রহমান, বিশেষ অতিথি মো. বেলাল উদ্দিন, এ প্রতিষ্ঠানের উপদেষ্টা সফি খান। তাঁরা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ থাকতে হবে। আমরা আশা করি, ভালো করে পরীক্ষা দিয়ে ভালো ফল করে প্রথম আলোর চর ও অত্র বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।’ আলোচনা সভায় বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের স্বপ্নগাথা, সফল ব্যক্তিত্বের জীবন দর্শন ও ত্যাগ তিতিক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়। এ সময় শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়।

প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘চরের বেশির ভাগ শিক্ষার্থী ঝরে পড়ে। এর মাঝেও তোমরা এসএসসি পরীক্ষায় বসবে, এটা অন্যদের মধ্যে অনুপ্রেরণা তৈরি করবে। তোমার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।’

এ বছর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় প্রথম আলো চর আলোর পাঠশালা থেকে ৫ জন শিক্ষার্থী (বিজ্ঞান বিভাগ থেকে ২ জন ও মানবিক বিভাগ থেকে ৩ জন) অংশ নেবে। তাঁদের বিদায় উপলক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা-উপকরণ বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মাইদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু জাকারিয়া হোসাইন।