ফলদ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বন বিভাগের টেকনাফ রেঞ্জ সামাজিক বনায়ন প্রকল্পের অধীনে দমদমিয়া আলোর পাঠশালায় ১২০টি ফলদ গাছের চারা প্রদান করেছে। গতকাল (৬ জুলাই) চারা গাছ প্রদান করেন বন বিভাগ টেকনাফ রেঞ্জের কর্মকর্তা জনাব আবুল কালাম সরকার। চারাগুলো গ্রহণ করেন দমদমিয়া আলোর পাঠশালার সহকারী শিক্ষক রবিউল আলম। ফলজ বৃক্ষের মধ্যে ছিল আম, চালতা, ডাব, আমলকী ও কয়েক প্রজাতির জাম গাছ।

আজ (৭ জুলাই) দমদমিয়া আলোর পাঠশালায় উক্ত চারাগুলো রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু। পরে সকল শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা চারাগুলো রোপণ করে। বিদ্যালয় প্রাঙ্গণে মোট ৭০টি চারা রোপণ করা হয়।

দমদমিয়া আলোর পাঠশালার মাঠে ফলের গাছ রোপণ করছে শিক্ষার্থীরা।

বাকি ৫০ টি চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু, সহকারী শিক্ষক মো. জোনায়েদ, সৈয়দ নুর, রবিউল আলম ও আমান উল্লাহ। চারা বিতরণের পূর্বে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের গাছের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। সেই সঙ্গে গাছ রোপণ এবং গাছের পরিচর্যার নিয়মাবলি সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন, গাছ আমাদের অমূল্য সম্পদ। সূর্যের পরেই পৃথিবীর প্রাণের উৎস হলো গাছ। গাছের উপকারিতা বলে শেষ করা সম্ভব নয়। গাছ আছে বলেই মানব সভ্যতা টিকে আছে। দিনদিন গাছ কাটার সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য তা পরিবেশের ওপর মারাত্মক প্রভাব বিস্তার করছে৷ গাছের অভাবে অনেক অঞ্চল মরুভূমিতে রূপ নিয়েছে। তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। যাতে করে আমরা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে দমদমিয়া আলোর পাঠশালাসহ মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।