সাঁতার প্রশিক্ষণ নিচ্ছে প্রথম আলো চর আলোর পাঠশালার ২০জন শিক্ষার্থী

প্রথম আলো চর আলোর পাঠশালায় শুরু হয়েছে বালক –বালিকাদের সাঁতার প্রশিক্ষণ।

কুড়িগ্রাম সদর উপজেলার প্রথম আলো চর আলোর পাঠশালায় শুরু হয়েছে বালক –বালিকাদের সাঁতার প্রশিক্ষণ। গত ১২ সেপ্টেম্বর ১০দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের প্রজেক্ট অফিসার শাহজাহান মিয়া ও ফিল্ড ফেসিলিটেটর আকবর হোসেন।

বন্যা কবলিত এলাকায় শিশুদের মৃত্যূহার হ্রাস করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রথম আলো চর আলোর পাঠশালার ১০ জন ছাত্র এবং ১০ জন ছাত্রীকে নিয়ে ১০ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। দুই জন প্রশিক্ষকের তত্ত্বাবধায়নে শুরু হওয়া সাঁতার  প্রশিক্ষণ শেষ হবে ২২ সেপ্টেম্বর।

প্রশিক্ষণের বিষয়ে প্রথম আলোর চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান  জানান, কুড়িগ্রাম সদর উপজেলার বন্যাকবলিত ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চরে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানটি অবস্থিত। বন্যা কবলিত এলাকায় শিশুদের মৃত্যূহার হ্রাস করার জন্য সাঁতার শেখার বিকল্প নেই। এই প্রশিক্ষনের আয়োজন করার জন্য আরডিআরএস বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সাঁতার প্রশিক্ষণ নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য,দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। রাজশাহীতে ২টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ, টেকনাফ ও বান্দরবানে ১টি করে মোট সাতটি স্কুলে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।