এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলো গুড়িহারী ও অন্যান্য আলোর পাঠশালার শিক্ষার্থীরা

প্রধান শিক্ষক রাজিত রবিদাসের সঙ্গে এ বছর এসএসসি পাস করা শিক্ষার্থীরা।

এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালা থেকে ১৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১০ জন শিক্ষার্থী পাস করেছে। সেই বাবুডাইং আলোর পাঠশালা থেকে এইবার শতভাগ শিক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাছাড়াও আলোর পাঠশালার আরও তিনটি বিদ্যালয় থেকে ১৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে তাদের মধ্যে ০৮ জন উত্তীর্ণ হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আলোর পাঠশালায় পাঠ গ্রহণ করে এবার ১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ১০ জন পাস করেছে। মোসা: মুন্নি খাতুন ৪.০০, মোসা: ঋতু ৩.২২ , মোঃ শাখাওয়াত হোসেন-৩.৩৩, মোঃ সোয়াইব ৩.৩৩ , মোঃ নাহিদুল ইসলাম ২.৭২, মোসা: সাদিয়া জান্নাত ২.৩৩,জয়ন্ত বাবু ২.৬১, মোসা: সুমাইয়া খাতুন ২.৮৩,দ্বীপলাল কিস্কু ৩.০৬ ও লিমা টুডু ৩.৩৯ পেয়ে উত্তীর্ণ হয়েছে। দশ জনের মধ্যে পাঁচজন মেয়ে ও পাঁচজন ছেলে। এছাড়াও রাজশাহী আলোর পাঠশালায় ০৯ জন পরীক্ষার্থীর এর মধ্যে কৃতকার্য হয় ০৪ জন। মোসা: মেঘলা খাতুন ৩.৫৬,জান্নাতুল নেসা ৩.৬৭, কাজল রেখা ২.৯৪, আইরিন আক্তার ২.৭২ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মদনপুর আলোর পাঠশালা থেকে ৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২ জন। তাদের মধ্যে সুবর্ণা আক্তার ২.৭৮ এবং আছমা বেগম ২.৫০ পেয়েছে। প্রথম আলো চর আলোর পাঠশালা থেকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া ৪ জনের মধ্যে ২ জন পাস করেছে। তারা হল ফজলার রহমান ৩.৮৯ লতিফুল ইসলাম ৪.৩৩ । আলোর পাঠশালায় এ বছর পাসের হার ৬৮.৫৭ শতাংশ।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। আর জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫।