দুই বছরের জন্য আলোর পাঠশালার অনুদানের মেয়াদ বাড়াল সামিট

সামিট গ্রুপ, প্রথম আলো ট্রাস্টের কর্মীদের সঙ্গে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। অবহেলিত এসব এলাকার শিশুরা শিক্ষার পরিবর্তে অল্প বয়সেই বিভিন্ন কায়িক শ্রমের সঙ্গে জড়িয়ে পড়ত। এর পেছনে অসচেতনতার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব ছিল একটি বড় কারণ।

প্রথম আলো ট্রাস্টের অধীন বাংলাদেশের দুর্গম এলাকায় অবস্থিত আলোর পাঠশালার সাতটি স্কুল পরিচালিত হচ্ছে। সম্প্রতি এই প্রকল্পের মুল অর্থ প্রদানকারী সামিট গ্রুপ এবং প্রথম আলো ট্রাস্টের মধ্যকার চুক্তি আরও দুই বছরের জন্য নবায়ন করা হয়। অর্থাৎ ২০২৩ এবং ২০২৪ সালের আলোর পাঠশালার সাতটি স্কুলের সব ব্যয় সামিট বহন করবে। সামিট গ্রুপের সঙ্গে প্রথম আলো ট্রাস্টের সম্প্রতি এই অনুদান চুক্তি সই হয়েছে ২৩ জুলাই, ২০২৩।

সামিট গ্রুপের সহযোগিতায় ৬টি, আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় ১টি সহ মোট ৭টি স্কুল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ও ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। কুড়িগ্রামে ১টি, রাজশাহীতে ২টি, ভোলায় ১টি, নওগাঁয় ১টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি করে মোট ৭টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন সামিট করপোরেশন লিমিটেডের পাবলিক রিলেশন ও মিডিয়া বিভাগের প্রধান মোহসেনা হাসান।

চুক্তিতে সামিট গ্রুপের পক্ষে সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা ইঞ্জিনিয়ার মোঃ মোজাম্মেল হোসেন, সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ. এন. এম. তারিকুর রশীদ, সামিট বিবিয়ানা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুর উদ্দিন ও সামিট মেঘনাঘাট (২) পাওয়ার কোম্পানি লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন, আঞ্জুমান-আজিজ ট্রাস্টের, বোর্ড অব ট্রাস্টি এবং সামিট গ্রুপের পরিচালক ও সিএসআর কমিটির সদস্য আজিজা আজিজ খান এবং প্রথম আলো ট্রাস্টের পক্ষে প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান, বার্জার পেইন্টস লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী সই করেন।

প্রথম আলো ট্রাস্টের শুরু থেকে সামিট গ্রুপ আলোর পাঠশালা পরিচালনার জন্য তাদের সহযোগিতা অব্যাহত রাখায় সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খানকে ধন্যবাদ জানান প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান রুপালী চৌধুরী।