কচ্ছপতলী নিম্নমাধ্যামিক আলোর পাঠশালায় ভলিবল দল গঠন
কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালায় ছেলে শিক্ষার্থীদের নিয়ে ভলিবল দল গঠন করা হয়েছে। দলটির প্রশিক্ষক আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দলটি সফল হবে।
মোট ১১ জন ছাত্রকে নিয়ে কচ্ছপতলী ভলিবল দল গঠন করা হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষর্থীরা নিয়মিত অনুশীলন করছেন। ভলিবল দলটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অংথোয়াইচিং মারমা। তিনি বলেন ‘ভলিবল দল গঠন করায় শিক্ষার্থীদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তারা খুব আনন্দ নিয়ে নিয়মিত স্কুল প্রাঙ্গণে ভলিবল প্রশিক্ষণে অংশ নেয়। পর্যাপ্ত সুযোগ–সুবিধা পেলে ভবিষ্যতে আমরা একটি ভালো ভলিবল দল গঠন করতে পরবো এবং বিভিন্ন প্রতিযোগিতায় সফল হবো।’
উল্লেখ্য,কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালার ১৫ জন মেয়ে শিক্ষার্থীদের নিয়ে ২০২৩ সালের আগস্ট মাসে ফুটবল ক্লাব গঠন করা হয়েছিল। ২০২৪ সালে মেয়ে ফুটবল দলটির সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২২ জন। সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ‘কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালা’ পরিচালনা করছে।