দমদমিয়া আলোর পাঠশালায় ঝাউ ও জাম গাছের চারা রোপন
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালায় ১০০টি উপকূলীয় ঝাউ ও ১০টি জাম গাছের চারা রোপন করা হয়েছে। গত ২৩ নভেম্বর টেকনাফ বন কর্মকর্তার কার্যালয় থেকে গাছগুলো প্রদান করা হয়। দমদমিয়া আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু প্রতিষ্ঠানের পক্ষ থেকে গাছের চারা গ্রহণ করেন।
উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ নিত্যনৈমিত্তিক ব্যাপার। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে প্রায়ই জলোচ্ছ্বাসের আকার ধারণ করে। ফলে উপকূলের আশেপাশে ঝাউ গাছ রোপন করা হয়। ঝাউগাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রেখে ভাঙন রোধ করে। কক্সবাজার জেলার উপকূলবর্তী উপজেলা টেকনাফের হৃীলা ইউনিয়নে দমদমিয়া আলোর পাঠশালা অবস্থিত। শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে ঝাউ ও জাম গাছের চারা রোপন করা হয়।
বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দমদমিয়া আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।