শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত মদনপুর আলোর পাঠশালায় প্রতি বছরের ন্যায় এবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। র্যালি, ভাষার গান, আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদনপুর আলোর পাঠশালার সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব একেএম নাছির উদ্দীন, সহসভাপতি অত্র ইউনিয়নের সদস্য মো. ফারুক দৌলত। এ ছাড়াও কমিটির অন্যান্য সদস্যগণ, অত্র এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামিট গ্রুপের সহায়তায় প্রথম আলো ট্রাস্ট মদনপুর আলোর পাঠশালাসহ দেশজুড়ে ছয়টি স্কুল পরিচালনা করছে।