বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছে রাজশাহী আলোর পাঠশালা

বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভায় রাজশাহী আলোর পাঠশালার অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭৪ সালে প্রথমবারের মতো এই দিবস উদযাপন করা শুরু হয়েছিল। এরপর থেকে প্রতি বছরই দিবসটি সারাবিশ্বে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উদযাপিত হয়।

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”।এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার সকাল ১০টায় এক সুসজ্জিত র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভায় রাজশাহী আলোর পাঠশালার অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পলিত হয়েছে।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহা. আহসান হাবিব এর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথ হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, আরএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) টুকটুক তালুকদার।  

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. সাবরিনা নাজ।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে রাজশাহী আলোর পাঠশালাসহ মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।