বর্ণাঢ্য আয়োজনে প্রথম আলো চর আলোর পাঠশালায় বিজয় দিবস উদযাপন
ফসলের মাঠে হলুদ গালিচা। যেদিকে চোখ যায় সরিষা ক্ষেত। লাল সবুজের জাতীয় পতাকা হাতে সেই ক্ষেতের আল ধরে হাঁটছে একদল শিক্ষার্থী। কুড়িগ্রামের প্রথম আলো চরে এরকম মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মিললো গত ১৬ ডিসেম্বর । বিজয় দিবসের সকালে শীতের কুয়াশা মাড়িয়ে শিক্ষার্থীরা চলছে চরের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান প্রথম আলো চর আলোর পাঠশালায়।
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত প্রথম আলো চর আলোর পাঠশালায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। লাল সবুজের পতাকা হাতে সকাল ৯টায় শিক্ষার্থীরা পাঠশালা প্রাঙ্গণে উপস্থিত হয়। শরীর চর্চা শেষে পরিবেশিত হয় জাতীয় সংগীত। উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এর পরে শিক্ষার্থীরা বর্ণাঢ্য বিজয় র্যালি বের করে। বিজয় র্যালি পুরো প্রথম আলো চর প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিজয় দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশন করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শেষে পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা সভায় মিলিত হন। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গত ১৪ ডিসেম্বর পাঠশালায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রথম আলো চর আলোর পাঠশালাটিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যায়ন করছে। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।