ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা

সম্মিলিতভাগে গাওয়া জাতীয় সংগীতের মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুরু হয়।

টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালায় যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা ৪৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াত ও ৮টা ৫০ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করে রাখা হয়।

অনুষ্ঠান উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, ইসলামি সংগীত, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠিত নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে পরিচালনা কমিটি সভাপতি জনাব ফরিদুল আলম, সহ সভাপতি আমান উল্লাহ কবির, মোহাম্মদ কবির হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন আলোর পাঠাশালার প্রধান শিক্ষক মোহাম্মদ জুনাইদ ও সহকারী শিক্ষক বৃন্দ। সকল ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

উল্লেখ্য, সামিট গ্রুপের সহায়তায় টেকনাফ উপজেলায় অবস্থিত দমদমিয়া আলোর পাঠশালাসহ দেশজুড়ে ছয়টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।