প্রথম আলো চর আলোর পাঠশালায় ক্লাস পার্টি অনুষ্ঠিত

প্রথম আলো চর আলোর পাঠশালায় অনুষ্ঠিত হলো উৎসবমুখর ক্লাস পার্টি

কুড়িগ্রামের সদর উপজেলায় অবস্থিত প্রথম আলো চর আলোর পাঠশালায় অনুষ্ঠিত হলো উৎসবমুখর ক্লাস পার্টি। সহ-পাঠক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে গত ২৫ নভেম্বর কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন করেন পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান। প্রাণবন্ত এই সহ-পাঠক্রমিক কার্যক্রমে অংশ নেন পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা।

ক্লাস পার্টির অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান ও  সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের। প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘পাঠশালাটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হলেও আধুনিক শিক্ষা–সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা এই শিক্ষা বর্ষের শেষ ক্লাসটিকে স্মরণীয় করে রাখতে চায়। তাদের এই উদ্যোগ আমাদেরকে মুগ্ধ করেছে।’ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস পার্টি উপলক্ষ্যে বর্ণিল সাজে শ্রেণি কক্ষ সুসজ্জিত করে। পাঠশালার শিক্ষকদের মাল্যদান এবং উপহার প্রদান করে।

বাংলাদেশের প্রত্যন্ত এলাকা যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। প্রথম আলো ট্রাস্ট, প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।