জাতীয় শিশু দিবসে রাজশাহী আলোর পাঠশালার নানা আয়োজন
রাজশাহী আলোর পাঠশালা নানা আয়োজনে গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদ্যাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন–রচনা– উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা।
গত ১৭ মার্চ শিক্ষক–শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে রাজশাহী আলোর পাঠশালায় জাতীয় শিশু দিবসের কর্মসূচি শুরু হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় 'বঙ্গবন্ধু' এবং রচনা প্রতিযোগিতা বিষয় ছিল 'বঙ্গবন্ধুর ছেলেবেলা'।
উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী জেসমিন খাতুন বলেন, ‘আজ সেই মহান ব্যাক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যাঁর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুকে আমরা মনে প্রাণে স্মরণ করি। তাঁর সকল উক্তি আমাদের মনে সাহস যোগায়।’
শিশু দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার দুলাল চক্রবর্তী এবং কারিকুলাম কোড মাস্টার ট্রেইনার শিউলি চক্রবর্তী। আলোচনা সভায় অংশ নিয়ে দুলাল চক্রবর্তী বলেন, ‘শিশুদের প্রতি বঙ্গবন্ধুর মমতা ছিল অপরিসীম। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামি দিনের ভবিষ্যৎ। শিশুরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে। এজন্য সবার আগে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।’
আলোচনা সভায় রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন কীভাবে শতবাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছানো যায়। আমারা অনেক ত্যাগ–তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা পথ চলতে চাই।’ আলোচনা সভায় রাজশাহী আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় রাজশাহী আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।