কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতল কচ্ছপতলী আলোর পাঠশালা

কুচকাওয়াজ পরিবেশন করে কচ্ছপতলী আলোর পাঠশালা উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করে।

স্বাধীনতা দিবস কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছে কচ্ছপতলী আলোর পাঠশালা। নান্দনিক কুচকাওয়াজ পরিবেশন করে প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করে। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালা বান্দরবান জেলার রেয়াংছড়ি উপজেলায় অবস্থিত।

রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবস কুচকাওয়াজ ও ডিসপ্লেতে রোয়াংছড়ি কলেজ,রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,কচ্ছপতলী আলোর পাঠশালা, বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজ প্রতিযোগিতায় কচ্ছপতলী আলোর পাঠশালার ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

উল্লেখ্য,প্রথম আলো ট্রাস্ট দেশের প্রত্যন্ত এলাকায় ‘আলোর পাঠশালা’ নামে ৭টি স্কুল পরিচালনা করছে। বর্তমানে কুড়িগ্রামে ১টি, রাজশাহীতে ২টি, ভোলায় ১টি, নওগাঁয় ১টি, কক্সবাজারে ১টি ,বান্দরবানে ১টিসহ মোট ৭টি স্কুল পরিচালিত হচ্ছে।