টেকনাফের হ্নীলা ইউনিয়নে অবস্থিত দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ইয়ং স্ট্রেন্থ ইন সোশ্যাল অর্গনাইজেশন (ওয়াইএসএসও) এর উদ্যোগে গত ৩০ নভেম্বর পাঠশালার শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ ও শর্করার পরিমান নির্ণয় করা হয়। এর আগে ওয়াইএসএসও এর আয়োজনে জলবায়ু পরিবর্তনের কুফল, বৈশ্বিক উষ্ণায়ন, প্রাকৃতিক দূর্যোগ সম্পর্কে পাঠশালায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় ।
মুক্ত আলোচনায় ওয়াইএসএসও এর সভাপতি আবদুল্লাহ, সহ–সভাপতি মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক আবসার হোসেন, দমদমিয়া আলোর পাঠশালার প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু অংশ নেন।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে ওয়াইএসএসও এর সভাপতি আবদুল্লাহ বলেন, ‘আমাদের সংগঠন জলবায়ু পরিবর্তন সচেতনতা, লিঙ্গ বৈষম্য নিরসন ও স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছে। জলবায়ু পরিবর্তন রোধ করতে না পারলে শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর অনেক দেশের উপকূলীয় অঞ্চল সাগরে তলিয়ে যাবে।’
দমদমিয়া আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু বলেন, আমাদের পাঠশালায় এই আয়োজন করার জন্য আমরা ওয়াইএসএসও এর সকল স্বেচ্ছাসেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুক্ত আলোচনা থেকে আমরা অনেক নতুন কিছু জানতে পেরেছি। জলবায়ু পরিবর্তন রোধে সকলকে একযোগে কাজ করতে হবে।’
দমমদিয়া আলোর পাঠশালার ১৩০ জন শিক্ষার্থী ও ৬০ জন অভিভাবকের বিনা মূল্যে রক্তের গ্রুপ ও শর্করার পরিমান নির্ণয় করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। অবহেলিত এসব এলাকার শিশুরা শিক্ষার পরিবর্তে অল্প বয়সেই বিভিন্ন কায়িক শ্রমের সঙ্গে জড়িয়ে পড়ত। এর পেছনে অসচেতনতার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব ছিল একটি বড় কারণ। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এসব দুর্গম এলাকায় সাতটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে দমদমিয়া আলোর পাঠশালা একটি।