দমদমিয়া আলোর পাঠশালায় বিশ্ব বন্ধু দিবস পালিত

বন্ধু দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ দেওয়া হয়।

দমদমিয়া আলোর পাঠশালায় ৩০ শে জুলাই, ২০২৫ বুধবার বিশ্ব বন্ধু দিবস পালিত হয়েছে। ' সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি আলোচনা সভা এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর দুইটায় অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু, সহকারী শিক্ষক সৈয়দ নুর, মোঃ জোনায়েদ, রবিউল আলম ও আমান উল্লাহ। সকল শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বন্ধুর গুরুত্ব, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে করণীয়, বন্ধুর প্রতি আচরণ ইত্যাদি বিষয় সম্পর্কে আলোকপাত করেন। আলোচনা শেষে একটি ছোট প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার টপিক ছিল- বন্ধু সম্পর্কে উপস্থিত বক্তৃতা, প্রিয় বন্ধুর সাথে মজার স্মৃতি বলা ও প্রিয় বন্ধু শিরোনামে অনুচ্ছেদ লিখন। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ দেওয়া হয়।

প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু বলেন, ২০১১ সালের ২৭ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদে ৩০ জুলাইকে ' বিশ্ব বন্ধু দিবস' হিসেবে নির্ধারণ করা হয়। বন্ধু দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয়। তবে এখনও বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আগষ্টের প্রথম রোববারই বন্ধু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আবার কোনো কোনো দেশে ৮ এপ্রিল বন্ধু দিবস হিসেবে পালন করা হয়।

দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীরা ৩০ জুলাই বন্ধু দিবস পালন করেছে।

বন্ধুত্বের সম্পর্ক এক মানুষকে আরেকজনের সঙ্গে মনের বন্ধনে আবদ্ধ করে। সমমনা লোকেরাই সফলভাবে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। এটা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে গড়ে উঠতে পারে। সাধারণত একই বয়স, চিন্তাধারা এবং একই মেজাজের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। অবশ্য বর্তমান দিনে বন্ধুত্ব বয়সের সাথে সম্পর্কযুক্ত নাও হতে পারে।