দমদমিয়া আলোর পাঠশালায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
দমদমিয়া আলোর পাঠশালায় গত ২৯ নভেম্বর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠশালা পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠশালা পরিচালনা কমিটির সহ–সভাপতি আমানউল্লাহ ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক বাবুল ইসলাম।
২০২৩ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে পাঠশালার সকল শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠশালার প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু।
দমদমিয়া আলোর পাঠশালা পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম তাঁর বক্তব্যে বলেন, পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীরা সামনের দিনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্বের পড়াশোনা শেষ করে উচ্চতর শিক্ষাগ্রহণে সচেষ্ঠ হবেন বলে আমরা প্রত্যাশা করি। দমদমিয়া আলোর পাঠশালা এই অঞ্চলে শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে স্মারক উপহার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উন্নত এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য, দমদমিয়া আলোর পাঠশালাটিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫১ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট দমদমিয়া আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।