সাফিনা পার্কে গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষা সফর অনুষ্ঠিত
২৯ ফেব্রুয়ারি ২০২৪। লিপইয়ারে গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীদের পদচারণে মুখরিত ছিল রাজশাহীর সাফিনা পার্ক প্রাঙ্গণ। শিক্ষক ও পাঠশালার পরিচালনা পর্ষদের সমাগমেও প্রাণবন্ত ছিল পরিবেশ। গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালা শিক্ষক শিক্ষার্থীসহ প্রতি বছর শিক্ষা সফর করে আসছে। সেই ধারাবাহিকতায় গত ২৯ ফেব্রুয়ারি শিক্ষা সফরের আয়োজন করে গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালা।
শিক্ষা সফরে শিক্ষক, শিক্ষার্থী, পাঠাশালা পরিচালনা পর্যদের সদস্যসহ মোট ৫৫ জন অংশগ্রহণ করে। এবারের ভেন্যু ছিল সাফিনা পার্ক ও গোদাগাড়ী পদ্মা নদীর চর। স্কুল প্রাঙ্গন হতে গন্তব্য স্থলের দূরত্ব প্রায় ৫৫ কিলোমিটার।
শিক্ষক–শিক্ষার্থীরা সকাল সাড়ে সাতটায় সাফিনা পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল সাড়ে নয়টায় গন্তব্য স্থলে পৌঁছে। পাঠশালার শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে সাফিনা পার্ক ঘুরে দেখে। দশম শ্রেণী শিক্ষার্থী ঋতু খাতুন বলেন,‘সাফিনা পার্কের ডাইনোসরের নড়াচড়া দেখে খুব ভালো লেগেছে মনে হচ্ছিলো জীবন্ত ডাইনোসর দেখছি।’
সাফিনা পার্কে শিক্ষার্থীদের মধ্যে কেউ দল বেঁধে গান গেয়েছে, কেউ তুলেছে সেলফি । আবার অনেকে লাইন ধরে রাইডে উঠছে। কেউ কেউ সুইমিং পুলে কেটেছে সাঁতার। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আরেফিন জামান বলেন, ‘সাফিনা পার্কে সুইমিংপুলে সাঁতার কাটতে খুব ভালো লেগেছে আমার। এর আগে কখনো আমার সুইমিংপুলে নামা হয়নি এটি আমার প্রথম সুইমিংপুলে সাঁতার কাটা।’
সাফিনা পার্কে দুপুরে খাবার ও বিশ্রাম শেষে শিক্ষার্থীরা তিনটা ত্রিশ মিনিটে গোদাগাড়ী পদ্মা নদীর চরের উদ্দেশ্যে যাত্রা করে। শিক্ষার্থীদের পড়ন্ত বিকেল কাটে পদ্মা নদীতে । নৌকায় করে ভ্রমন করে পদ্মার চর ।
শিক্ষা সফর প্রসঙ্গে বিদ্যালয়ের সভাপতি আব্দুল আজিজ বলেন, ‘শিক্ষা সফর মানেই নতুন অভিজ্ঞতা অর্জন করা। ভবিষ্যতে চলার পথে শিক্ষার্থীদের এই অভিজ্ঞতা কাজে লাগবে।’
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালাটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গুড়িহারী শালবাড়িতে অবস্থিত।