গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

গত ১ জানুয়ারি গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

নতুন বই নিয়ে খুশি মনে বাড়ি ফিরেছে গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়।

গত ১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন পাঠশালা পরিচালনা পর্যদের সভাপতি আ. আজিজ, প্রধান শিক্ষক রাজিত দাস, সহকারী শিক্ষকবৃন্দসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন বই নিয়ে খুশি মনে বাড়ি ফিরেছে গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

বই বিতরণ উৎসব সম্প‌র্কে প্রধান শিক্ষক রা‌জিত দাস ব‌লেন, ‘প্রতি বছ‌রের ন্যায় এবারও বছ‌রের প্রথম দি‌নে শিক্ষার্থী‌দের হা‌তে নতুন বই তু‌লে দি‌তে পে‌রে আ‌মি খুবই আনন্দিত। য‌দিও বই‌য়ের কিছুটা সংকট র‌য়ে‌ছে। আগামী ১৫ জানুয়া‌রির ম‌ধ্যে বাকি বইগু‌লো শিক্ষার্থী‌দের হা‌তে তু‌লে দি‌তে পার‌বো ব‌লে আশা কর‌ছি। বই বিত‌রণের স‌ঙ্গে সং‌শ্লিষ্ট সকল‌কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন কর‌ছি।’

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালাটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গুড়িহারী শালবাড়িতে অবস্থিত।