বাবুডাইং আলোর পাঠশালার ১৩ শিক্ষক পেলেন জাতীয় শিক্ষাক্রম বিষয়ে প্রশিক্ষণ

বাবুডাইং আলোর পাঠশালার ১৩ জন শিক্ষক জাতীয় শিক্ষাক্রম-২০২২ বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন।

জাতীয় শিক্ষাক্রম-২০২২ বিষয়ে প্রশিক্ষণ পেলেন প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং আলোর পাঠশালার ১৩ জন শিক্ষক। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ দেন চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) শফিউল আজম, সিনিয়র শিক্ষক (ভৌত বিজ্ঞান) মাসুদ রানা ও হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) আব্দুল কাদের।

বাবুডাইং আলোর পাঠশালার ১৩ জন শিক্ষক জাতীয় শিক্ষাক্রম-২০২২ বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন।

প্রশিক্ষক শফিউল আজম বলেন, ‘আমাদের প্রাত্যহিক জীবনধারায় সংযোজিত হচ্ছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা। এ সব চ্যালেঞ্জ ও সম্ভাবনার জন্য প্রণয়ন করা হয়েছে জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা। যোগ্যতাভিত্তিক এ শিক্ষাক্রমকে সফল করতে প্রয়োজন যথোপযুক্ত শিখন সামগ্রী। শ্রেণি কার্যক্রমকে শুধু শ্রেণিকক্ষের ভেতর সীমাবদ্ধ না রেখে শ্রেণির বাইরে নিয়ে যাওয়া ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে এ শিক্ষাক্রমে। এটা শিক্ষার্থীকে মূল্যবোধ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন দূরদর্শী, সংবেদনশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবে। তাই এ শিক্ষাক্রম সম্পর্কে শহর থেকে মফস্বলের সকল শিক্ষককে ভালোভাবে জানা থাকতে হবে। তাহলেই তাঁরা শিক্ষার্থীদের মাঝে এ যোগ্যতাগুলো গড়ে তুলতে সক্ষম হবেন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে প্রশিক্ষকদের মাধ্যমে আলোর পাঠশালার শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আশা করি, এই প্রশিক্ষণের ফলে শিক্ষকগণ নতুন শিক্ষাক্রম অনুসরণ ও শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদান করতে সক্ষম হবেন।’

উল্লেখ্য, সামিট গ্রুপের সহায়তায় প্রথম আলো ট্রাস্ট রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং আলোর পাঠশালাসহ দেশজুড়ে ছয়টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।