আলোর পাঠশালার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা পেল করোনার টিকা
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার প্রাথমিক পর্যায়ের ২০০ শিক্ষার্থী পেল করোনার টিকা। গত সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এসে শিক্ষার্থীদের টিকা দেন গোদাগাড়ীর ন্যাশনাল সার্ভিসের (এনএস) স্বাস্থ্য সহকারী সুবাইল ইসলাম ও আব্দুল কুদ্দুস।
বিদ্যালয় প্রাঙ্গণে শ্রেণি ভিত্তিকভাবে শিক্ষার্থীদের বসানো হয়। এরপর শুরু হয় টিকাদান। একে একে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেয়া হয়। শিক্ষার্থীরা নির্ভয়েই টিকা নেয়। টিকা নেওয়া পর শিক্ষার্থীদের ১৫ থেকে ২০মিনিট পর্যবেক্ষণের জন্য শ্রেণিকক্ষে রাখা হয়। এরপর তাদের ছুটি দেওয়া হয়।
প্রতিক্রিয়া জানতে চাইলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শারমিন খাতুন জানায়, ‘টিকা নেওয়ার বিষয়ে কিছুটা ভয় ছিল। কিন্তু আজ টিকা দেওয়ার সময় সেরকম কোনো কিছুই বুঝতে পারিনি। যেটুকু ভয় ছিল কেটে গেছে। ভালো লাগছে। আমাদের এ প্রত্যন্ত এলাকায় সরকার আমাদের মত শিশু শিক্ষার্থীদের জন্য টিকা পাঠিয়েছেন। এজন্য সরকারকে ধন্যবাদ।’
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সিমা খাতুন বলে,‘ টিকা দেওয়ার পর একটু একটু হাত ব্যথা করছে। কিন্তু মনে যে ভয় ছিল তা কেটে গেছে।’