দমদমিয়া আলোর পাঠশালায় ক্ষুদে ডাক্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দমদমিয়া আলোর পাঠশালা ক্ষুদে ডাক্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পর্যায়ে ক্ষুদে ডাক্তার কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে তাদের ক্ষুদে ডাক্তার হিসেবে গড়ে তোলা হয়। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালায় গত ৬ ফেব্রুয়ারি ক্ষুদে ডাক্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। পাঠশালাটি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অবস্থিত।   

বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে পাঠশালার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ওরিয়েন্টেশন কার্যক্রমে অংশ নেয়। ওরিয়েন্টেশন কার্যক্রম পরিচালনা করেন ফিল্ড মনিটর বশির আহমদ। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার প্রণোদনা দেওয়া হয়। পনেরো জন ক্ষুদে ডাক্তারকে ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা, ওজন পরিমাপ, উচ্চতা পরিমাপ, দৃষ্টিশক্তি পরীক্ষার পদ্ধতি শেখানো হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রতিবেশীদের স্বাস্থ্য সচেতনতায় করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

ক্ষুদে ডাক্তার ওরিয়েন্টেশন কার্যক্রম প্রসঙ্গে পাঠশালার প্রধান শিক্ষক রাজেশ কুমার বলেন, ‘এই কার্যক্রম শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবে এবং তাদের জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে ইতবাচক ভূমিকা রাখবে। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি অন্যদেরও স্বাস্থ্যকর জীবনযাপন করতে উৎসাহিত করবে।’

উল্লেখ্য, দমদমিয়া আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি করে সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।