আন্তর্জাতিক নারী দিবসে মাঠে নামবে কচ্ছপতলী উইমেন্স ফুটবল ক্লাব
কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালার ১৫ জন মেয়ে শিক্ষার্থীদের নিয়ে ২০২৩ সালের আগস্ট মাসে ফুটবল ক্লাব গঠন করা হয়েছিল। ২০২৪ সালে মেয়ে ফুটবল দলটির সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২২ জন। পাঠশালা প্রাঙ্গণে দলটির নিয়মিত অনুশীলন চলছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে কচ্ছপতলী উইমেন্স ফুটবল ক্লাব প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে মাঠে নামবে। দলটির প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবে নোয়াপতং ইউনিয়ন পরিষদের নারী ফুটবল দল।
উইমেন্স ফুটবল ক্লাবের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অংথোয়াইচিং মারমা। তিনি দলটির সার্বিক প্রস্তুতি বিষয়ে বলেন, ‘আমরা ইতিমধ্যে ফুটবল ম্যাচের জন্য ২২ জনের মধ্য থেকে ১৫ জনের দল নির্বাচন করেছি। প্রস্তুতি ভালোভাবে চলছে। স্ট্রাইকার পজিশনে অষ্টম শ্রেণির সাইং নু মারমা ও ষষ্ঠ শ্রেণির জয়ন্তী ত্রিপুরা ভালো খেলে। ডিফেন্ডার হিসেবে অষ্টম শ্রেণির ডলিপ্রু মারমা প্রতিশ্রুতিশীল। গেলরক্ষক হিসেবে অষ্টম শ্রেণির পাইয়ই নু মারমা ভরসা করার মত। আশা করছি প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে আমাদের দল ভালো করবে।’
এদিকে প্রতিযোগিতামূলক ফুটবল খেলার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা বেশ রোমাঞ্চিত। ক্লাবের প্রতিটি সদস্য আনন্দ নিয়ে নিয়মিত স্কুল প্রাঙ্গণে প্রশিক্ষণে অংশ নেয়।ফুটবল দলের সদস্য সাইং নু মারমা বলেন, ‘আমাদের স্কুলটি দীর্ঘদিন বন্ধ ছিলো। প্রথম আলো ট্রাস্ট ও সামিট গ্রুপের সহযোগিতায় স্কুলটি আবার চালু হয়েছে। আমরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার সুযোগ পাচ্ছি। ৮ মার্চের ম্যাচে আমরা ভালো খেলবো এই প্রত্যাশা করি।’
উল্লেখ্য,সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ‘কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালা’পরিচালনা করছে।