আলোর পাঠশালা পরিদর্শন করলেন বেলজিয়াম নাগরিক মার্ক

আলোর পাঠশালার সাংস্কৃতিক দলের সদস্যদের শাড়ি উপহার দেওয়া হয়।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করেছেন বেলজিয়াম নাগরিক ও পর্যটক মার্ক। বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার নামে একটি সংগঠন এই আয়োজন করে। উক্ত আয়োজনে আলোর পাঠশালার সাংস্কৃতিক দলের সদস্যদের শাড়ি উপহার দেওয়া হয়। 

গত ৯ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আলোর পাঠশালা ও কোল ক্ষুদ্র জাতিসত্তার গ্রাম বাবুডাইং ঘুরতে আসেন ৭৬ বছর বয়সী বেলজিয়াম নাগরিক ও পর্যটক মার্ক। তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক আফ্রিদি খান। এ সময় তাঁরা আলোর পাঠশালাটি ঘুরে দেখেন, বিদ্যালয় প্রতিষ্ঠার গল্প শোনেন। বিদ্যালয়ের কোল শিক্ষার্থীরা তাঁদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করে। শেষে সাংস্কৃতিক দলের সদস্যদের জন্য ১০টি শাড়ি উপহার দেওয়া হয়।

পাঠশালার গল্প শুনে, ঘুরে দেখে বেলজিয়াম নাগরিক মার্ক বলেন, ‘শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র সুশিক্ষাই জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমি বাংলাদেশে গত এক সপ্তাহ আছি। কিন্তু এখানে এসে খুব ভালো লাগল। এ অভিজ্ঞতা মনে থাকবে।’ এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

আফ্রিদি খান বলেন, ‘প্রায়ই আমরা বিদেশি পর্যটকদের দেশ ভ্রমণের দায়িত্ব পেয়ে থাকি। দেশের বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো পরিদর্শন করাই পর্যটকদের। অনেকেই দেশ ভ্রমণের করতে এসে আলোর পাঠশালায় আসার ইচ্ছা প্রকাশ করেন নিজ থেকে। তাঁরা এ বিদ্যালয়ের গল্প হয়তো পূর্ববর্তী পর্যটকদের কাছ থেকে শুনে থাকবেন।

উল্লেখ্য, সামিট গ্রুপের সহায়তায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং আলোর পাঠশালাসহ দেশজুড়ে ছয়টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।