ইলা মিত্র স্মরণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাবুডাইং আলোর পাঠশালায় ৩১ অক্টোবর সোমবার কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র স্মরণে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালায় ৩১ অক্টোবর সোমবার কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের কিশোর আলো ক্লাবের সদস্যদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ছুটির পর বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় শিক্ষা উপকরণ।

জ্ঞানমূলক বিষয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের ফলে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ও বিভিন্ন বিষয়ে জ্ঞানের আগ্রহ বাড়ছে।

বিদ্যালয়ে খাবার বিরতির মাঝে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইলা মিত্র বিষয়ক ২৫টি প্রশ্নের উত্তর দেয় শিক্ষার্থীরা।

পুরস্কার বিতরণের সময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশে ইলা মিত্রের জীবনী, সংগ্রাম, আন্দোলন, ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরেন।

বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় শিক্ষা উপকরণ।

উল্লেখ্য, জ্ঞানভিত্তিক বিষয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে কিশোর আলো ক্লাব। এ ক্লাবের উদ্যোগে প্রতি মাসেই আয়োজন করা হয় বিভিন্ন জ্ঞানমূলক বিষয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ও বিভিন্ন বিষয়ে জ্ঞানের আগ্রহ বাড়ছে। বাড়ছে পড়ালেখার প্রতি চাহিদাও।